সুন্দরের আকর্ষনে,পরিপ্রেক্ষিত বিকর্ষনে,
কগনেটিভ কনসোন্যন্স আর ডিসোন্যন্সে,
না পাবার ব্যথাতে,আঙুর ফলের অম্লমধুতে,
অস্পষ্ট বৈপরীত্যে,মিথ্যের জন্যে দীর্ঘ সময়
বিষন্ন থেকেছি!শুধু ই বেঁচে থাকার জন্যে,
ভুল স্বপ্নে,স্বপ্নের ভুলে,ভেঙে যাবার ভীতিতে,
বোঝার ভুলে কি না বুঝে!মিথ্যে ভাষনে!
ভ্রান্ত কারনে,অকারনে,মিথ্যের হাত ধরেছি!
শুদ্ধ বাতাসের অভাবে,কতবার নিজেরি সলিলসমাধি রচেছি!
বাতাসের মাঝেই,জলজ বাতাসের অভাবে,মাছের মতো
ছটফটিয়ে মরেছি!
আরেকটি দিন বেঁচে থাকার মাঝে আমরা কেমন,
আশার হরিন খুঁজে যাই!কি যাতনায় উটপাখির মতো,
জন্মভূমির সাথে অভিমান করে,দিশেহারা হয়ে,চোখের জলে,
অন্যভূমে মুখ লুকাই!


                         ম.মজুমদার।