দরিদ্র, দারিদ্রের ওকালতি করে যায়,
সচ্ছলতা করে,সাচ্ছল্যের।
সচ্ছল কেউ যদি উকিল হয় দারিদ্রের
সন্দেহ কি আছে সে সাফল্যের!
অনুকূল বাতাসে কি প্রতিকূল পরিবেশেও
একটি স্ফুলিঙ্গ তৈরী করে কি
ভীষণ দাবানলের।
কি আচানক, সামান্য ক্ষুদ্রতা সৃষ্টি করে কি
বৃহৎ বৈষম্যের!
দক্ষ শিকারী-ও নিজের অজান্তে অভিনয় করে
অন্য কারো শিকারের।
সহজ কাজগুলো সহজে করতে না পেরে
চকিত হাসি,ভুল দেখেছি তবে আজ আমি
ঐ কাঠিন্যের।
অপসংস্কৃতির  দৌরাত্ম্য আমরা দেখছি এখন চারদিকে,
মুচকি হেসে পথ চলছে তবুও,কি আসে যায়,
তা'তে সাহিত্যের!



                                         ম.মজুমদার