ভুল বুঝে, ভুল করে মন
ত্রুটি মুক্তির যন্ত্রনায়,
দিকবিদিক দিশে হারিয়ে
চক্রে ঘুরে যায়।
হাসিতে মন হয়ে কৌতূহলী,
কেঁদেছে আক্রান্ত মন হ'য়ে অভিমানী।
আমাদের আবর্জিত আহরনের এ আশক্তি,
ক্লান্ত শরীর ছটফটিয়ে জানায়,
মানষিক অক্লান্তি।
আঁতুড় ঘরে নুতন বাসিন্দা
শুরু করে অন্য পরিনতি।



                            ম. মজুমদার।