গতকাল মধ্যরাতে ঘুম
ভেঙে শুনেছিলাম ঝড়ের
তাণ্ডব,রুদ্র রাগে
প্রকৃতি বুঝি ভীষন
বিক্ষুব্ধ, আমিও ছিলাম
খুব অস্থির,মনে
ঝড় উঠেছিলো আশা,
নিরাশা আর প্রতিকূলতার দ্বন্দে,
কিছু পাখি আর সংসারি
মানুষের টুকটাক ব্যস্ততায়
ঘুম ভেঙেছে আজ সকালে।
দেখেছি চোখ মেলে হাসছে
প্রকৃতি ঝকঝকে রুপোলী
নূপুরের ছন্দে,সদ্যস্নাতা
অপরুপা কোনো তরুণীর
মুখের মতো আকাশটা
আজ স্বচ্ছ নীল,
ঝিরিঝিরি বাতাসে গাছের
পাতাগুলো কি শুখী,
কিযে অস্থির,কি ঝিলমিল!
পেটে ক্ষিধে,মন অনটন,
ভেবেছিলাম লণ্ড্রী টা আজ করেই
ফেলি।
জীবনের দুপুরে,এ মাষের শেষে,
মেশিনে আমার শেষ বিশটাকা!
আশা ছিলো করবো খরচ
লণ্ড্রীতে আজ শুধু পাঁচ টাকা।
নির্বোধ মেশিন গিলে ফেলেছে
আমার পকেটের শেষ টাকা।


                  ম.মজুমদার।