কথার পিঠে কথা মুখে যেমন আসেনা,লিখতে গিয়ে কলম তেমন আর চলেনা।ঝুলন্ত মাকড়সা বিষন্ন হয়ে ওঠানামা করে,দেখিনা চোখে তা বুঝি নাকে মুখে লাগে!ক্লান্ত এ দেহ আর অবসন্ন এ মন।
হয়েছে বুঝি আজ বড় উচাটন!জানিনা কেন এ মনে এতো ব্যথা;বলতে না পারি আমি ভুলেছি কতো কথা।অজানা যুদ্বে হয়ে পরাজিত;উচঁু মাথা নীচু আজ,দেহ অবনত।সহজ করে জীবনকে চেয়েছি বলে,হয়েছে জীবন,জটিলে পরিণত। অস্বস্তিতে এ মন বড় অস্থির থাকে,কেউ নেই আশেপাশে বড় একা লাগে।কেন এমন হয়, কার অভিশাপে?


                     ম.মজুমদার।