আপেক্ষিক তত্ত্বের সময় প্রসারনের মতো
মৃত্যুর অপেক্ষাতে সময়কে দীর্ঘ করে নেবো।
পুনরুজ্জীবনের স্বপ্ন না দেখে,
যাপনায় জীবনকে হ্রস্ব করে দেবো!
পূর্বাপরের হিসেবের বাইরে যেয়ে
স্বপ্ন ছেড়ে দুঃস্বপ্নকে আকঁড়ে ধরবো;
শুখ না পেয়ে, দুঃখ গুলো বুকে জড়িয়ে,
দুরাশায় আমি তবে বাস করবো!
জিবনে যখন আর কিছু পাবার নেই;
তবে আর কি,সবার জন্য অনেক শুভেচ্ছা সহ
আমি মরনের অপেক্ষায় থাকবো।
ধণাত্বক পরিনতি যদি না-ই বা হবে
ঋণাত্মক পরিনতি আমি কেন বেছে নেবো?
চাই না। আর কিছু না,শুধু বলে যেতে চাই,
তোমরা ভালো থেকো।


                       ম.মজুমদার।