দিনের আলো নিভে যায়,
জোনাকির আলোর মতো নগরীর কৃত্তিম আলো,
জ্বলে ওঠে সমান দ্রুততায়।
এরা যেন নিভতে চায়না,
দিনের আলো না ফোঁটা পর্যন্ত!
শুধু এটাই যেন পার্থক্য?
জোনাকির জ্বলা-নেভা আলো স্থির নয় যদিও।
পটপরিবর্তিত হতে সময় লাগেনা!
নক্ষত্রের আলো ঢেকে যায়,
এসে পড়ে ঝড়ো হাওয়ারা,
আর কালো মেঘের অস্থির আনাগোনা
হঠাৎ বৃস্টিটা শুরু করে কি তীব্র সমালোচনা!
পড়িমরি কি ভয়ে জোনাকিরা পালিয়ে যায়
বৃস্টিটা করেছে যেন তাদের কানকে ঝালাপালা।
জোনাকিদের ব্যর্থতার ভূবন বড় অনুভূতিময়;
হঠাৎ বৃস্টির সফলতার জগত তো আর তেমন নয়।
মিথুনে কি শিকারে জোনাকিদের পরিকল্পনা
হয়েছে হঠাৎ বিঘ্ন;
টিনের চালের আড়ালে আমরা,শ্রাবণি বৃস্টির
নূপুরের কিংকন শুনি
হয়ে খুব উৎকর্ন!
এইসব সফলতা, বিফলতা নিয়ে আমরা,
মেঘমালা আর জোনাকিরা বড় অস্পষ্ট, শুধু অনুভূতি গুলোকে
মনে হয় খুব আসল আর স্পষ্ট।


                               ম.মজুমদার।