ফুলের তোড়া দেখে এখনো মন কেমন প্রসন্ন হয়ে যায়,
টাকার তোড়াতে আমাদের ঠিক সাংসারিক স্বস্তি হয়।
বাগানের ফুল খাওয়া যাবেনা ভেবে আমি,মৌসুমি সবজির পরিচর্যা করি।
রাজনৈতিক প্রতিশ্রুতি আর ভালোবাসার হাতছানি,দিকভ্রস্ট করে দেয়,আমাদের সাধারন মন,হয়ে গিয়ে বড় আলাভুলি,হাত থেকে ছুটে যায় রঙিন বেলুনের সূতো দেখে এতো সব,আলেয়ারআলো, আর মরীচিক মরুভূমি।
সব প্রশংসা আর প্রশস্তিতে আছে ভালো তুলনা, সব গালি গালাজ আর গাল মন্দে আছে কিছু খারাপ তুলনা!স্ব-অর্থে কিংবা রুপকার্থে   হয়েছে এরা সব উপমা,কে বলেছে;এসব কি নয় একধরনের আজব কবিতা!
ছিলো তো আগে,এখনো আছে,আজীবন থেকে যাবেতা,সেতো আমরা সকলেই জানি,তবুও কেন নেঁড়া মাথাগুলো,এলোমেলো বেশ ঘুরেবেড়ায় শুধু বেলতলাতে কেবল-ই।


                          ম.মজুমদার।