ট্রাফিকজ্যামে আটকে পড়ে,
আঙুল দেখাই অস্থিরতাকে,
তোমায় ভেবে,অপেক্ষাকে
সহনীয় করার চেস্টাতে,না
বলা কতো কথা বলে যাই,
কাটাই সময় তোমায় ভেবে,
চিনতে না যখন আমায়,একেবারেই
যেমন ভেবেছিলে আমায়,
অনেক পরিচিতির পরে,এখন
কেমন ভাবো আমায়?
পরিচিতি হয়েছে,বন্ধুত্ব বেড়েছে,
অসন্তোষ কি বেড়েছে তেমন?
বলেছি,ধীরে ধীরে আরো ভালো
হবো,জানিনা কি চাইবো এ
জীবনের কাছে!
যখন আমি খুব একাকী,
কিছু ধোঁয়া আর তুমি,আমার
সংগী,দূরে থেকেও থাকো তুমি,
কেমন আমার কাছাকাছি ;
বলে যাই অনেক কথা,আমার
মনের সাথে,আড়ালে বসে নিজের
তৈরী ধোঁয়া আর তোমার পাশে,
কাটে সময় তোমায় ভেবে।


               ম. মজুমদার।