মোমনরম স্নেহের সাবলীল,সিক্ত মমতায়,
তোমার মুঠোয় খেয়েছি,
জ্যোতস্নার মতো স্নিগ্ধ, চকিত দৃষ্টি ও
বার কয়েক দেখেছি।
দায়িত্বে ভরা,ভুমিকাহীন সংগির মতো
তোমায় নিয়ে সুখী হয়েছি।
না দেখা প্রেমিকার জীবম্মৃত,লাশের
নীল শাড়ীতে,বুকের মাঝে ছুরির চিহ্ন,
আর নীল রক্ত দেখেছি।
দেখিনি শুধু প্রেমিকার লজ্জারুন সুখ,
প্রেম ভরা যত্নে প্রসাধিত কোন মুখ।
বুঝেছি আমি তীক্ষ্ণতা আছে গোপনে
এখানে সৌন্দর্যের মতো,
এই আপাত সাপের জিভ,আর এই
ফুলের শীষ,
শুনেছি আমি,অন্য নখের সহজলভ্য প্রেমের আচঁড়
আর বিষ বাতাসের শিশ।


                             ম.মজুমদার।