খবরের পাতায় আমাদের মন,
বিশেষ খবর হয়ে যায়,
প্রসংগান্তরের আনুকূল্যে হীনমন্যতা,
আজ প্রকাশিত হচ্ছে হায়,
দৃষ্টি আছে তবুও নিজেকে অন্ধ
বলে কেন মনে হয়,
হারজিতের কি এক অস্পষ্টতায়
হারবো জেনেও খেলতে বসায়,
নতুন কিছু একটা করায়
মন বুঝি কেন দিচ্ছে না যে সায়,
পথ হারিয়ে নতুন পথ যে বানায়
সেই আমিটা হন্যে হয়ে আমায়
কেবল খুঁজে বেড়ায়,
কাঁটাহীন ফুলতো অনেক দেখা যায়
অপরিচিত অন্য আরেক মন
ফিসফিসিয়ে কেন বলে যায়
চারদিকে এতো যে কঁাটা
ফুলতো দেখি তেমন যে নাই,
খালি মন,খোলা মন হতে চায়,
জেগে থেকে কত ছন্দ
পতিত হয়ে যায়,
বিষাদী মন তন্দ্রায় কত
স্বপ্নের মানে খঁুজে পায়,
আমি ফরিয়াদি, ফরিয়াদ করে যাই
অন্য আমিটা,আমাকেই ধরে
আসামী  বানায়,
বিচারক আমিটা,আমাকেই কেমন
রায় দিয়ে যায়।


                        ম.মজুমদার।