আমি কিভাবে ভুলতে পারি
রাস্তার ধারে হেলানো সেই গাছটি।
যার প্রতিটি লতায় আর পাতায়
লুকিয়ে আছে আমার শৈশবের ক্লান্তি।
যার ছায়ার আঁচলে পেতাম
পৃথিবীর পরম শান্তি।
যার ধারে,বাঁশ ঝাড়ে
খেলতাম লুকোচুরি।
আমি কিভাবে ভুলতে পারি।
আমি কিভাবে ভুলতে পারি
গাছের উপরে বসে থাকা দিনগুলি।
গাছের নিচে আমি আরাফাত
আর সোহেলের মারামারি।
বাচ্চাদের গাছের নিচে হামাগুড়ি।
আজকে গাছটি কেটে
সেখানে জন্মেছে বসতবাড়ি।
মূল কেটে হয়েছে কারো রান্নার খড়ি।
তবুও
আমি কিভাবে ভুলতে পারি
রাস্তার ধারে হেলানো সেই গাছটি।