ওই যে যত মোর ভাবনা।
মিটাতে চাই,মনের দেনা।
স্বপ্ন দেখি বারে বারে,
তাকিয়ে দেখি রোদ দুরে।
গন্ধ খুঁজি ফুলের মাঝে,
রক্ত যখন,যেমন সাজে।


তাই,
মন্দ লোকের হলে দেখা,
কথাতেই দিচ্ছে ছ্যাঁকা।
আমি বলছিই তারে,
ভাবিস কিরে?
করিনি তো খারাপ কাজ,
পরিনি নোংরা সাজ।


নাই ভাবি,একটু বেশি...
মনের কথা রাশি রাশি,
রাখাল যেমন বাজাই বাঁশি।
এতেও কি আমি দুষি?


আমার নামে যাই আসেনা,
মোর মতো কত ভাবনা...
কার হবি (শখ) কত কি,
তুই কেনে বাঁধা দিবি।
বলবি কেনে,না...ভালো না।


আসলে ভুল টা আমার,
কথাটা ভাবার।
সত্যি! জানতাম নারে,
ভালো কাজে,লোকে ছোবল মারে।
না,আর না,
কান দেবো না কোনো কথা,
দেক মনে,যতো ব্যাথা।
আগিয়ে যাবো লক্ষে মোর,
রাত শেষেই আসে ভোর।