যেই মুকুল এসেছে আমের গাছে,
ভোরের কোকিল সুর তুলেছে।
তালে তালে বাউরি নাচে,
ফিঙ্গেও দেখি সাথে আছে।
সব তরুতেই নব-পত্র ফুটে।
দোয়েল এবার অাসলো ছুটে।
জেগেছো দেখো ফুল সবে,
প্রেম করে ভ্রমর মধুর লোভে।
সুগন্ধি বাতাস অাসছে ভেসে,
রবি ওঠে অাড়ালে হেঁসে।
মিষ্টি মধুর মামার মন,
হাত বুলাইয়া করে অাপন।
শিশির ভেজা সবুজ ঘাস,
ঝলমলিয়ে নেয় যে শ্বাস।
টলমলিয়ে সব জলাধার,
রাঙিয়েছে রঙিন পদ্ম এবার।
খেজুর গাছে জমেছে রস,
মিষ্টি রোদ তাই হলো বস।
সাধের স্বাদেতে মজেছে ভারি,
বৃক্ষারোহী দিলো রসের হাড়ি।
অালো যখন নিভছে তড়ি,
শান্ত হলো সব প্রহরী।
চাঁদ-তারকা উঠলো যেই,
অন্ধকারেও জ্যোতি দেই।
কনকচাঁপা ধরলো অালো,
কৃষ্নচূড়া অারোও ভালো।
রঙিন সাজে সাজলো রাত,
মন্দরা সব ধুয়েছে হাত।
সুন্দর প্রকিতিতে মেতেছে মন,
জেগে ওঠেছে সবারে প্রেমবন্ধন।
কচিপাতায় যেমন অালোর নাচন,
বসন্তের দোলনায় দুলে সব,সর্বক্ষন।