অামার দেশটি ছিল সেজে স্বর্ন দিয়ে ঘেরা,
খাঁটি সোনাই খাদ মিশায়া করলি মূল্য হারা।
ভাইয়ে ভাইয়ে রক্ত নিয়ে খেলছে হলি অাজ,
বক্ষ মাঝে দুঃখ পাছে ক্রন্দনেতে তাজ(ভারত মা)।
এমন অাগুন জ্বালায় দিলি জাত নিয়ে টান টান,
ভুলছি মোরা এমন করে,মোরা এক মায়ের সন্তান।


এই দেশের মাটি গর্ব করে বলতো সবার মাঝে,
পরশ প্রেমে পাগল ছিলাম এদের মিলন সাজে।
   পূজা নিয়ে মাতামাতি সবার মাঝেই হয়,
রাশি রাশি ঈদের খুশি ছড়িয়ে ভারতময়।
একসাথে মিলেমিশে নয়কো দূরে থাকে,
ওর ডাকে সারা দিয়ে ভাই,ভাই বলে ডাকে।


কিসের তরে ভাঙছি তোরা এই সংসার?
কোন ছলের ওই কূট নীতিতে বদলায় বারবার?
তোরা জলের দরে দিলি করে সংস্থারে সব বিক্রি,
শিল্পে খরা বাজার চড়া নাইতো কোনো চাকরি।
দেশ চালানোর ইচ্ছে তোদের নয়কো থাকার কথা,
পুঁজির কথাই ভেবে ভেবে খেলছে তোদের মাথা।


তাই মনে বীজ রোপন করে জাতের খেলা খেললি ওরে,
ভোট ভাগের এই দারুন ছক বোঝাই অামি কারে।
তোদের ধর্ম ইসু কাজ দেখে ওই সব ভুলেছে জনে,
মেতে অাছে এখন সবে নিজ জাতের টানে।
এমন করে ভাঙিস না অার অামার ভায়ের সাথ,
সবার মাঝে জাগিয়ে তুল অামরা মানুষ জাত।