যে মানুষের ফুটপাতেতে অাজও রয়ে ভিড়,
ক্ষীণ ছিন্নভিন্ন দেহে ঝরছে অঝোরে নীর।
হ্যাঁ অাজও খাবারের অভাবে তারা মরছে,
প্রাচীরের অাড়ালে সদা বসে কাঁদছে।
মাটিকে ছুঁইয়ে অাশায় বসে ওরা,
মৃত্যু সদা নাড়ছে কড়া।
অাবার ভয় কিসের?
মহামারি!


সেই বেকার ছেলে ভয় পাবে?
কষ্ট-যন্ত্রনায় অভাবে রয়েছে ভবে।
যে ছেলেটা বহুদূর পড়াশোনা করে,
অাজও বৃদ্ধা বাবা- মার মুখে অন্ন তুলে দিতে না পেরে।
সে তো মৃত্যুকেই বেছে নেই,
অাবার মৃত্যু কে পাবে ভয়?
মহামারি!


যে দেশের মাটি রক্তে রাঙ্গা,
দাঙ্গা সদা লোভের ভাঙ্গা।
বোমা-বারুদ গোলাগুলি,
সব কিছু অাজ হাতের ধুলি।
সদা রয়ে হিংসা-বিদ্বেষ,
খুনো-খুনিই হচ্ছে শেষ।
অাবার ভয় কিসের?
মহামারি!


যেখানে রাজনীতির ছলে বলে অাতঙ্কিত রোজ,
অন্যায় অত্যাচারের মিলে সদা খোঁজ।
ধর্মের নামে খুন হয়ে যায় নিরীহ মানুষ সবে,
সেই জায়গায় লাভ কি হবে?
মহামারি!


অারে অামার দেশেতে  এই করোনার লাভ হবে টা কি?
তুচ্ছ বিষয় হে।
মৃত্যু!
তার শেষ ক্ষমতা।
রোজ তো মোরা দেখি।
রোজ তো মোরা দেখি।
মহামারি!