"অলস"
-মুরশিদ আলম


জীবনের পথে পথে, চলি তোর বাঁকে বাঁকে
ঘুরে ফিরে খাই দাই, পড়া লেখা নেই ফাঁকে
খেলা দুলা,মন যে ভুলা, নেই যে কোন স্থির
পঙ্খিরাজের পাখায় চড়ে,শ্বাস ফেলি স্বস্তির


রুদ্র আমি, ধ্রুব আমি, আমি আবার হিমু
কাম যে আমার নাইরে কিছু কত যে কমু?
স্বাধীনতার মূল্য চুষে অলস আমার মন
নিয়মনীতির ফিরকি বাজি হায়রে জীবন!


সকাল কাটে ঘুমে ঘুমে, দুপুর আবার খেলা
নিশিরাত্রি চলে যাচ্ছে বাড়ছে অবহেলা
দিন-সাপ্তাহ, মাস যায় বছর ও তবে
আমার একদিন মরণ হবে থাকবনা ভবে!