বাংলা মা
-মুরশিদ আলম


জন্মভূমির গগন কেন এত নীলিমায়?
মাতৃভূমির মাটি কেন রুপ ছুঁয়ে যায়?
মিষ্টি রোদের ঊষা কেন দিগন্ত চলে যায়
গোলাপ মাখা সুবাস কেন মন ভরে দেয়


রুপে ভরা শ্যামল-সবুজ বিস্তৃত মা
মাঠে মাঠে ফুলে ফলে গন্ধে–ই মা
শীতল করা জুড়ানো চোখে প্রকৃতি
ক্লান্ত হৃদয় স্নিগ্ধ তব হয় যে অনুভূতি!


হিমেল হাওয়ার মৃদু বায়ু প্রশান্তিময়
শূন্য জুড়ে পাখির ছায়া দীর্ঘময়
উজান-ভাটি, ঝর্ণা পাহাড়, তীর সমুদ্র
বাংলা মা'য়ের মুখটি দেখে হই যে মুগ্ধ !