এক দিন এপথের বিচরণ হবে শেষ,
হারিয়ে যাবে রঙিন ঘুড়ির স্বপ্ন লেশ।
নিথর দেহের সতেজ প্রাণ হবে শেষ,
ভোগবিলাস জীবনও তবে পরিশেষ।


মিছেই জীবনের কথিত রংতামাশা,
মরিচিকায় সাজানো শুধু বেশভূষা।
জীবন-দেহ দুটি ভিন্ন তাই নেই ভরষা,
চলার পথের সাথিও শুধু খেলতামাশা।


দুচার দিনের এই বরফগলা জীবন,
সৎভালো পূন্য দিয়ে করে নাও বরণ।
পরকাল পাথেয় তুমি করে নিও গ্রহণ,
মনে রেখ বন্ধু, বলে আসেনা তবে মরণ।