দিনের বেলা রাখব সিয়াম,
রাতের বেলা করব কিয়াম।
পাপ-মন্দ হতে থাকব সংযম,
প্রভুর তরফ হতে ঝড়বে রহম।


রহমতের দশকে
যখন ঝড়বে রহম,
আমাকে তখন
করিও ক্ষমা হে পরম!


আমার পাপ নদি হতে,
বনে গেল বাহার।
আশা বেঁধে রাখি রোজা,
তবু করি ইফতার।


মাগফিরাতের দিনগুলোতে
যখন ক্ষমা কর তুমি,
আমাকে তখন তুমি
করে নিও দামী।


সাহরিতে-ইফতারে তোমার
অঝোরে ঝড়ে রহমত,
আমি যেন হাসিল করি
আত্মশুদ্ধির বরকত।


শেষ দশকে পাপী-তাপী
পেয়ে যায় নাজাত,
রয়েছে তাতে হাজার রাত
হতে দামী একরাত।


নিজ অনুগ্রহে আমায় তুমি
দিও সেই রাত,
দিও আমায় আরও তুমি
চির সুখের জান্নাত।