সখী, আজ নয় কোন প্রেমের পদ্য বলা
        মুক্তির নেশা রক্তে জোয়ার ভেঙে
        উঠছে ক্রমেই প্রবল বেগেতে ফুঁসে
        আজকে না হয় সেই স্রোতে যাই ভেসে
        আর কোনদিন হাত ধরে হবে চলা।


যদি, স্বদেশ মাতার শীতল বুকেতে কভু
        বিপ্লব শেষে মায়ের কোলেতে ফিরি
        তখন না হয় কৃষ্ণচূড়ার তলে
        হাত ধরে হবে প্রেমের পদ্য বলা।


মরছে যখন হাজার মায়ের ছেলে
রাজপথ ডাকে ছুটে আয় মোর বুকে
কেমনে তখন প্রেমের পদ্য বলি
না দিয়ে আজিকে রক্তের অঞ্জলি?
জন্ম আমার রক্তের গাঙে ভেসে
বইছে গায়েতে বীর শহিদের লহু
বিপ্লবী নেশা ডাক দিয়ে গেলে প্রাণে
না হয় দিলাম তোমায় জলাঞ্জলি।


বলো, আমার কি শুভে প্রাণের বিয়োগ ভীতি
       কিংবা যালিমে মাথা নত করে বাঁচা
       জন্ম-মৃত্যু বিপ্লব প্রেমী আমি
       করব কি করে স্বার্থের কেনা-বেঁচা?