ক্ষমা করো ওহে বঙ্গ জননী সম
তোমার কোলেতে জন্মেছি আমি তবু
এই দুর্দিনে বাঁচার পিয়াসা মনেতে প্রবল বটে;
চেয়ে দেখি তাই লোটেরার দল দিবালোকে নিল লোটে।


দিনে দিনে বাড়ে ক্ষমতার বোঝা ভারি
ফিকে হয়ে আলো আসে অমানিশা রাত
জীবন বাঁচাতে জেঁকে বসে কাঁধে ঘোরতর অভিশাপ।


পরাধীনতার শিকল পায়েতে ক্রমশ ধরেছে এঁটে
নির্বাক শুধু চেয়ে চেয়ে দেখি নিগড় পরানো ঠোঁটে
জেগেছে যখন বিবেক তখনি গলা চেপে ধরি তারে
সত্যের বলি উল্লাসে মেতে মিথ্যার অভিসারে।
ভিরুর জন্ম বেড়ে চলে শুধু বীরেদের তল্লাটে
প্রাণে দিয়ে ভীতি লোটেরার দল দিবালোকে নিল লোটে।


ক্ষমা করো ওহে বঙ্গ জননী সম
সবুজ আঁচলে মমতায় দিলে ঠাঁই
তোমার আবরু নিলামে তুলেছি আজ এই অবেলায়।