হেটে হেটে শেষে বেলা শেষে যদি কভু
ফিরে আসি তবে ফের দেখা হবে,
এ বেলা চলেছি তবু।
চলেছি এ বেলা কাদা মাখা পথে
প্রাণ খোলা মাঠে তটিনীর তটে
চলেছি অজানা বিহগের টানে
প্রাণের নাচনে খোলা আহবানে
কাশ ঘেরা বনে ঘুরে অবশেষে
প্রাণ যদি ভরে কভু,
এপথের ধারে ফের দেখা হবে
এ বেলা চলেছি তবু।


ভুলে যদি যাও কি'বা যায় তাতে
র'বে নাকো অভিমান।
বসন্ত দূত করেছে যে আজ
যাত্রার আহবান।
সেজেছে পলাশ সেজেছে শিমুল
ফুটেছে কদম কেয়া,
কৃষ্ণচূড়ার মাতাল রূপেতে
নেচেছে যখন হিয়া;
র'বে কি এ প্রাণ, করে অভিমান কভু
এই কোলাহলে ফের দেখা হবে
এ বেলা চলেছি তবু।