চুলকানীতে দারুণ মজা
হয় যদি তা খান্দানী
চুলকে কতো বাঙ্গো হলো জগৎ খ্যাত বিজ্ঞানী
নাম হলো তার ধাম হলো তার
আসলো টাকা তাও জানি
সময় বুঝে চুলকে দিও হয় যদি তা খান্দানী।

যার থাকেনা ঘরের খবর
পরের খবর রাখছে সে
দেখছে তবু কেও বলে না শাক দিয়ে মাছ ঢাকছে সে
নাকের ডগায় চশমা এঁটে
পরের ডালে ফোড়ন ঘেঁটে করছে নিজের মেজবানী
একটুখানি চুলকে দিও হয় যদি তা খান্দানী।