কবি!
নেই তো সময় আর,
এখন সময় ঘুম ভেঙে জাগবার।
চারিদিকে আজ হুংকার দেয় ক্লাইভের তরবারি
সেজেছে আবার পলাশীর প্রান্তর
অস্ত আসনে এই বাংলার স্বাধীনতা দিবাকর।


অলস ঘুমের ক্লান্ত শরীর ঝেড়ে
জগৎ জীবন ভোগের বাসনা ছেড়ে
উঠাও তোমার রক্ত কালিতে পূর্ণ কলম খানি
জগৎ বিনাশী অগ্নি মারুত জড়িয়ে আবার হোক প্রতিরোধ
শ্লোগানে শ্লোগানে মুছে যাক যতো ইতিহাসে জমা গ্লানি


হে কবি তোমার পথ চেয়ে শত প্রাণ
শোনাও আবার নতুন আলোর গান;
ঘন জঞ্জাল পূর্ণ যে প্রাণে পড়েনা আলোর রেখা
যে প্রাণ মেনেছে শিকল জড়ানো হাত
যে প্রাণ আপন সুখেতে সাজায় আগামীর অভিশাপ।
ঝিম ধরা প্রাণে তোমার সে গানে আগামীর অভিসার
কবি,
নেই তো সময় আর।