আবার মিছিল হবে
শ্লোগানে শ্লোগানে মুখরিত হবে সব।
মুখে মুখে র’বে মুক্তির গান
যা কিছু আমার ছিল বুঝে নিতে চাই
ফিরে পেতে চাই বাঁচার অধিকার।


আবার মিছিল হবে
বুক পেতে গেঁথে নেব শোষকের বান
রক্তের লালে ভেসে যাবে রাজপথ।
অবুঝ শিশু টা এসে বিদ্রোহী বেগে
শ্লোগানে শ্লোগানে করে দেবে মিছিলের পথ।


আবার মিছিল হবে
আগামীর খোঁজে অনাগত এক সূর্যের প্রেমে।
মুক্তির নেশা ছেয়ে যাবে চারিদিকে
শোষকের প্রাণ কেঁপে যাবে নতুনের গানে।


আমিও জাগতে চাই,
নিজেকে হারাতে চাই তোমাদের ভিড়ে।
শুধু, বাঁচার আকুতি প্রাণে সুর তুলে বাজে
জেগে অবশেষে ঘুমেতে হারাই;
জড় মানবের কাছে স্বপ্নেরা ধরা দেয় বিদ্রোহী হয়ে।