যুগ যুগ ধরে মুসলমানের যে ক্ষতি হয়েছে তার
চার আনা হলে বিজাতির হাতে বারো আনা মোল্লার।
নিজের এলেম অহংকারেতে বিবেকে লাগিয়ে তালা
উল্লাসে কর ধর্ম স্বজাতি আপন বিনাশী খেলা!
ফিক্হি মাসালা, ঠুনকো বিষয় মতানৈক্যের জেরে
তোমাদের গড়া তর্ক বিবাদে
মতানৈক্যের প্রতি পদে পদে
কতোজন গেল সত্যের আলো ধর্মের দিশা ছেড়ে।
তোমাদের কাজে খুশি হয়ে দূরে ইবলিস শয়তান
বন্ধনা করে ইসলাম নাশে তোমাদের অবদান।

জ্ঞানের ব্যাপারি সেঁজে-
দু’পায়ির ভীড়ে পাইনা’কো আজ মানুষের জাত খোঁজে।
ধর্মের জ্ঞান যখন বসেছে রিযিকের খোদা হয়ে
দাম্ভিকতার গড়েছে প্রাসাদ জ্ঞানের কুঠুরি ক্ষয়ে।
তাই ভাবি মহাজ্ঞানী-
ভুলের উর্ধ্বে নিজেরে বসাতে ধর্মের দাড়ি টানি।