চারিদিকে বসে আজ ভুখা শকুনের দল
শিকারের খুঁজে বসে হায়েনারা
সবুজ অরণ্যে আজ নরকের বিষ বাষ্প
কান্নার-ই সুর শুধু চারিদিকে
কখনো'বা কেবল-ই স্তব্ধতা
ভয় ভয় আর ভয়।


বনের পাখিরা আজ গান ভুলে বাক হীন
প্রজাপতির ভেঙেছে ডানা
রঙিন পাখা যে তার অলস বসে-
ভুলতে ব্যস্ত উড়ার স্মৃতি।
ইচ্ছের বুকে পাথর চাপা দিয়েছে সে আজ
কারন, তার উড়তে মানা।


সেখানে বাতাসে আজ শুধু অভিশাপ; আর
হৃদয় পচা দুর্গন্ধ।
নিশাচর শিকারিরা খুঁজে ফিরে তাজা প্রাণ;
ছিঁড়ে ছিঁড়ে কেড়ে খায় পেলে সতেজ হৃদয়।