চোখ দু’টি ঘুম ঘুম তেলতেলে চেয়ারে তে
ঝিম ধরে বসে আছে ক্ষমতা
কপালে তে ভাঁজ তার দেখেনি তো কভু কেউ
হৃদয়ের খাঁজে শুধু মমতা।


সভাসদ পদতলে বসে অতি সাবধানে
তেল মেখে ব্যস্ততা গদিতে
ক্ষমতার মনে ঠাঁই করে রাখা সদা চাই
সিদ্ধতা খুশি থাকে যদি সে।


গাড়ি পেলে কেউ খুশি কেউ খুশি বাড়িতে
কেউ পেলে সুন্দরী রমণী
ক্ষমতার গদি যদি তেলতেলে ভেজা হয়
মুখে তার হাসি ফুটে ওমনি।


কি’বা ভুল কি’বা ঠিক যাই বলে ক্ষমতা
সকলের বলা চাই ঠিক ঠিক
নইলে ই ক্ষমতার মগজেতে বাঁধে জট
আঁধারেরা ধেয়ে আসে দশ দিক।