প্রকৃতিতে ফাগুন এলে কৃষ্ণচূড়ায় আগুন লাগে
কুহু তানের গান শুনাতে বসন্তদূত কণ্ঠ সাধে।
রুক্ষ শীতের শীর্ণ বায়ে শুকনো পাতায় ভর করে আজ
সবুজ পাতায় নতুন রূপে বৃক্ষ সাজে বাসন্তী সাজ।
গুনগুনিয়ে ভ্রমর অলি অশোক, পলাশ, শিমুল বনে
খুঁজতে মধু হল্লা করে মাধব, গাঁদা, আম কাননে।
কুহু কুহু সুরের তানে দখিন হাওয়া ছন্দ তালে
সুখ খোঁজে পায় অচিন গায়ের মেঠো পথে মন হারিয়ে।


হৃদ কাননে ফাগুন এলে আপনি বহে দখিন হাওয়া
মনের কোকিল কুহু ডাকে মধুর অতি সে গান গাওয়া।
বনের কোকিল পায় কিরে খোঁজ ফাগুন এলে মন পাড়াতে
দখিন হাওয়া বইল যে কার হাড় কাঁপানো মাঘের শীতে।