কথা ছিল একটি পতাকা পেলে আর
লিখতে হবে না বেদনায় অঙ্কুরিত এই কবিতা,
কথা ছিল একটি পতাকা পেলে  এই
বদ্ধ জীবন মুক্তি পাবে, পাবে স্বাধীনতা ।


বলা হয়েছিল একটি পতাকা পেলে সকল দুঃখ
দূর হয়ে যাবে , ব্যথা ভুলে যাবে পথ
বলা হয়ে ছিল একটি পতাকা পেলে আর
লাল রক্তে রঞ্জিত হবে না এই রাজপথ।


কথা ছিল একটি পতাকা পেলে
পরাধীনতা সব কেটে যাবে স্বপ্ন দেখে দেশ,
পাকিস্তানের নাম কাটা যাবে
হবে নতুন বাংলাদেশ


তারা দিয়েছে প্রাণ ফেব্রুয়ারীতে
বায়ান্ন সালের শুরুতে এদের রুখত,
আর প্রাণ দিয়েছে একাত্তরের
নয় মাস ধরে মহান মুক্তিযুদ্ধে


যখন এই একটি পতাকা পাওয়ার জন্য
তিনি দিয়েছিলেন আহবান
তখন এই লাল সবুজের পতাকা পাওয়ার লড়াইয়ে
ত্রিশ লক্ষ শেষে তিনি ও হারান প্রাণ