নিষ্পাপ উদর থেকে আমার প্রসব  
বিধাতার অর্পূব সৃষ্টিতে পরিচয়
তুলতুলে নরম রোদে মিতালী
স্নিগ্ধ বাতাসে শান্তির রাস
এভাবেই চলছিলো জীবনের ট্রেন,
আচমকা তুষাড় ঝড়ে সব ক্ষত-বিক্ষত
স্বাধিনতা আজ খাঁদের কিনারে
মানবতা পড়ে আছে সিসিউ’তে
হিমবাহের আঘাতে শীতার্ত সভ্যতা।
চারদিকে বিবসনা অন্ধকার
জ্বলছে ধ্বংসের প্রলয় শিখা
উল্টো পথে  চলছে জীবন রথ,
হৃদয় থেকে হৃদয় তেপান্তর থেকে তেপান্তর
বিরামহীন হিংসায় পুড়েছাই পাপিষ্ট আত্মা।
মুক্তির মিছিলে বাড়ছে রক্তের কদর
শব-যাত্রা দীর্ঘ থেকে দীর্ঘ তর,
সবুজ বাংলার মাঠ-ঘাট প্রান্তর
আজ অভাগাদের রক্তে উর্বর।
এখানে নাগিনীরা বিষাক্ত বিষ ঝাড়ে
উলঙ্গ বিভিষিকা নৃত্যে ভাসে প্রতিক্ষণ,
টানে নখ থেকে কেশ-কেশ থেকে নখ
বর্বরতার শেষ পেরেকে গড়ে ইতিহাস।
ওরা কারা ? যারা…
রক্তের পাটিতে মসনদ সাঁজায়
স্বাধিন বাংলা শশ্মানে মোড়ায়,
বদ্ধভুমির কফিনে শান্তি খোঁজে
নিষ্ঠুর সূখ চায় তারা উল্টো পথে,  
গুম আর ক্রসের নগ্ন খেলায়
সময়ের ক্ষুদিরাম নিধনে করে উল্লাস।
হে সময় উত্তর দাও? ওরা কারা?