পাখিটা অধরা ছিল,
শেষমেষ প্রত্যয়ী আহ্বানে একদিন ফিরে এলো।


দী-র্ঘ পঁয়তাল্লিশ বছর……
পাখিটা এখন পূর্ণ বয়ঃসন্ধিক্ষণে।
"যথাশীঘ্রই সোনার ডিম দেবে" এমনই কথা ছিল,
প্রত্যাশাও ছিল ভ্রুন-বিজ্ঞ সকল ভাবুক বোদ্ধাদের।


হঠাৎ-ই, একদিন বিশ্বাসঘাতী বর্গীরা এলো দেশে--
পাখি করতলগত-যুদ্ধে কেউ-বা কাটল ডানা, কেউ নখ-চোখ
কেউ কেউ কণ্ঠশ্বাষ-রোধে চেপে ধরে হৃৎপিণ্ডই!


পাখিটা এখন মৃতপ্রায়!
সভয় উদ্বেগে আজ আমরাও নিরব দর্শক।
মহাকাল সাক্ষী--
কেউ কথা না-বললেও ইতিহাস কথা বলে।