-এই যে, নাম কী আপনার?
-কবি।


-বউ?
-কবিতা খানম
সে আমার ভালবাসা, প্রেম
যাকে খুঁজে কেটেছে আমার
একটি জনম!


-ছেলে,মেয়ে ?
-কাব্য, কথা
পুষ্পহীন কবিবৃক্ষে
ধ'রেছি মনের সুখ,
ধ'রেছি মনের ব্যাথা।


-আবাস কোথায় ?
-যেখানে টোকাই
ঠেলাঅলা
ফেরিঅলা
প্রখর দুপুরে মফিজ রিক্সাঅলা
কিংবা ক্লান্ত রমণ শেষে,
যেখানে পথের ধারে
নীশিথ কবিতারা ঘুমায়।


-পেশা?
-মূলত কবিতা লেখি
শয়নে-স্বপনে
জাগরনে
পৃথিবীময় কবিতা আর
কবিতা-ই দেখি!


-প্রিয়জন?
-আপনি, তুমি, সে
যে জন কবিতা ভালবাসে।


-ধন্যবাদ!
-ভালো থেকো,
তোমাকে কবিতাবাদ !