উচ্চাভিলাষ নেই আমার
একতাল কাদামাটি  আর জলজ-বন্ধনে
যে পুতুল গড়ে চলি নিরন্তর…
প্রাণ তার প্রেমময় হোক !
ছায়ার বিরুদ্ধে ছবি হব
কবি হব শুধু কিংবদন্তির
আমি এই মাটির কূমার।


আরতি আমার মিথ্যে হোক
ক্ষয়ে যাক মাটির পুতুল ঘোর বরষাতে
অথবা অরুণ দাহে পুড়ে খাক হয়ে যাক
তবু,আশাহত নয় এজীবন !
জীবনের ছবি এঁকে তাই ছুটে চলি
আজো ঘুমভ্রান্ত ভিরু খরগোশ…
পরাজিত যদিও-বা, দারুন আহত বটে
তবু এছুটে চলার ক্লান্তি নেই ।


আমি ক্লান্তিহীন,ক্ষান্তিহীন
কবি চোখে চেয়ে চেয়ে
মৃত ওমৃত্তিকা প্রাণে প্রেমের পিদিম জ্বালবই
যে কোন আগামী দিনে………!!