কবি-ধর্ম্মে দীক্ষা নিয়ে ভালবেসেছি মাটিকে
মাটির অধিক খাঁটি কিছু নেই- এই সত্য মেনে
তোমাকেও ভালবাসি মাটির মতই ।


অঙ্কুরোদ্গম একটি বৃক্ষের চারা রুয়ে দিতে দিতে
চাষীরা যে ছবি দেখে চিরদিন,
আমি সেই ছবি এঁকে এঁকে
তোমাকে পাবার প্রত্যাশার গভীর তৃষ্ণায়
বুঁদ হয়ে আছি তোমারই প্রেমে !
তাই, লোকে যা-ই বলে বলুক আমায়
যা কিছু আমার সত্বাময় মিশে যাক মাটিতেই …
হোক ধূলিত' ধূসর কিম্বা কাঁকর মৃত্তিকা
তবু আমি এই মরু-মর্মে
এই পাথর মাটিতে
ভালবেসে একদিন ফোটাবই ফুল !


আরো জেনো,জেনে নাও--
সত্যব্রত ভাঙেনা কবিরা
কোনকালে,কোনদিন……