১.
নীতির আপোষে দ্বিধাহীন
আমিই দেশের রাজা,
মান যদি ভাল,না মানলে
যাবৎ-জীবন সাজা !


২.
আপদ-মস্তক মোড়া নাম
রাজনীতির এপত্র,
কীসের বিবেক? পোড়ালাম
কাব্যের প্রতিটি ছত্র !


৩.
এসেছি অঙ্গনে সঙ্গীহীন,একা
জ্ঞািত-গোত্র,জাত ভূলে,
কী সুখ আমার,আহা ! মরি-
তুমি কাঁদ ক্ষুধানলে !


৪.
দেখিনি পাঠের বিদ্যালয়
খুলিনি বই'র পাতা,
যে যা-ই বল,নীতির জ্ঞানে
আমিই এখন নেতা !


৫.
এসেছে আমার তিথি-রাত
জীবনের এই লগ্নে,
রাজা নই,রাজ্যপাট নেই
আমি যে নেতার ভাগ্নে !


৬.
কে বলে তোমাকে ভূলে গেছি?
দেখনা হৃদয় খুলে,
বড় ভালবাসি মুখে বলি-
জানিনা মন কী বলে?


৭.
না,আমার কোন দোষ নেই
তোমার দোষেই দ্বন্দ্ব,
আমি যে মহান নেতা এক
আমার কী ভালমন্দ??