প্রথমত কবি আমি
দ্বিতীয়ত কবিতা খাদক,
তৃতীয়ত প্রেমিক প্রবর
চতুর্থত ভীষন কল্প-কথক !
পঞ্চমত কবি প্রিয়
ষষ্ঠত কাব্য-ক্রেতা,
সপ্তমত সুরের সাধক
অষ্টমত মগ্ন শ্রোতা ।
নবমত অবোধ ছেলেই,
দশমত মানুষ যে আমি- চির সত্য এই ।।
প্রথমত কবি আমি
দ্বিতীয়ত কবিতা খাদক,
তৃতীয়ত প্রেমিক প্রবর
চতুর্থত ভীষন কল্প-কথক !
পঞ্চমত কবি প্রিয়
ষষ্ঠত কাব্য-ক্রেতা,
সপ্তমত সুরের সাধক
অষ্টমত মগ্ন শ্রোতা ।
নবমত অবোধ ছেলেই,
দশমত মানুষ যে আমি- চির সত্য এই ।।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩৮টি মন্তব্য এসেছে।
অনবদ্য ভাবনার কবিতা ।চিরসত্য স্তব্ধ হয়ে আছে মানুষ কথাটির মধ্যে ।ভালো থাকুন ।
অপূর্ব কবি।
কিন্তু আপনি কই? সুস্থ আছেন তো কবি............।
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে--. তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।
তোমার কবিতার সাথে আমার চেতনার রঙ হল পান্না হল, চুনি হয়ে উঠল রাঙা হয়ে।
ভারি চমৎকার!
মুগ্ধ হলাম।
দশ রূপে কবি চরিত্র কবি মাহমুদের আর এক পরিচয়। ভালই লাগল। শুভেচ্ছা জানালাম।
কবিতার মাঝে নিজেকে দেখার প্রয়াস। চমৎকার লাগল কবি।
আমি খুব নতুন আশা করবো আমার লেখা গুলো পড়বেন, ভালো মন্দ জানাবেন।
নিজেকে ভাঙ্গা সহজ নয়, কবি তবু দেখিয়েছেন অনেকখানি ।
দেরি করে হলেও কবিকে আজ সত্যিকার রুপে চিনলাম!
ভাল লাগল আমার ভালবাসার কবিকে...
এগারোতম ছন্নছাড়া দুর্দান্ত কবি ...... চমৎকার ভাবনার অসাধারণ কবিতা ......
প্রথমে তুমি কবি ; শেষেও তুমি কবি ।
কে বলে অবোধ ? পূর্ণ সম্বোধি :
কবিই যে কবিতা-খাদক, এ কথাটা ঠিকই ...
সত্যি কথা সহজ করে বলেছ সিদ্দিকী ।
ভালো লাগল আপনার কবিতা। শুভকামনা।
অনেক কিছু জানা গেল আপনার সম্পর্কে।
খুব ভালো লাগল।
Valo laglo lekhata!
নতুনত্ব পেলাম ! খুব ভাল লাগল । শুভেচ্ছা রইল ।
অপূর্ব কবি পরিচিতি!
খুব ভাল লাগল...
ভাল !
শুভেচ্ছা রইল।
olpo kothay besh valo lagar kichu kotha kobi bondhu
ভাল লাগল দশাবতার তুমি। শেষ লাইনটা চিরসত্য।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.