"ভোট দিয়েছি
ভাত পেয়েছি
আমার কী আর ভাবনা?

কে মেরেছে?
কে মরেছে?
জানতে আমি চাই না।

জানতে আমি চাই না-
ঘরের খবর
পরের খবর
দেশ-দুনিয়ার বায়না! "

ধন্য তুমি
মহান আঁতেল,
তোমার জন্যেই
সোনার মেডেল!