পাপ অথবা পূণ্যের
ভাল-মন্দ ব্যবধান
বুঝি নি আগ বাড়িয়ে -
যখন বুঝেছি, দেখি
নরক অনলে আমি,
তুমি দূরত্বে দাঁড়িয়ে!
ক্ষতি নেই, জয়ী তুমি
পরাজিত আমিই বটে,
প্রতীক্ষায় থেকো তবু -
কখন, কীই-বা ঘটে!!
পাপ অথবা পূণ্যের
ভাল-মন্দ ব্যবধান
বুঝি নি আগ বাড়িয়ে -
যখন বুঝেছি, দেখি
নরক অনলে আমি,
তুমি দূরত্বে দাঁড়িয়ে!
ক্ষতি নেই, জয়ী তুমি
পরাজিত আমিই বটে,
প্রতীক্ষায় থেকো তবু -
কখন, কীই-বা ঘটে!!
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৪০টি মন্তব্য এসেছে।
দেরিতে হলেও পড়ে অবিভূত হলাম|
প্রিয় কবিকে সালাম ও শুভেচ্ছা|
হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা!!
good!
দারুণ মর্মকথা!!
বিশ্লেষণধর্মী সুন্দর গভীর তত্ত্ববহুল ছন্দময় কবিতা।
খুব ভাললেগেছে।
কিছু কিছু পরাজয়েও সুখ আছে বটে! সুন্দর ভাবনা। মুগ্ধতা রেখে গেলাম। কবিকে শুভেচ্ছা।
জয়ী হওয়ার বাসনা সবার মনেই প্রবল। কিন্তু পরাজয়কে মেনে নেয়ার মত স্থৈর্য সাহস ক-জনার থাকে? পরাজয়কে বরণ করতে পারা সব সময়ই কাপুরুষতা নয়। কখনো তা মহত্বেরও লক্ষণ।
কবিতায় সুন্দর দর্শন ফুটিয়ে তুলেছেন! ভাল লাগল বেশ। অভিনন্দন রইল কবিকে।
পাপের পঙ্কিলতায় ডুবে আছে
আমাদের অনিশ্চিত জীবন !
যার আশঙ্কায় তটস্থ
মানবকুল !
সত্য উচ্চারণে মুগ্ধ হলাম ।
অনবদ্য! মুগ্ধ হলাম।
দারুণ !
স্বল্প পরিসরে অনেক গভীর বোধের কবিতা।
খুব। খুব ভাল লাগলো।
দারুন ছন্দে গেঁথেছেন আপনি । খুব ভালো লাগল আমার ।
শেষের স্তবকে মুগ্ধ হলাম পড়ে ...।
অনবদ্য জয়-পরাজয়ের গল্প(কবিতা)!
মুগ্ধ হলাম কবিতার ভাবনায়_
চমৎকার অনুভবের কবিতা! এমন পরাজয় বরণে যেন মহানতারই জয় হয় অবশেষে। ভালো লাগলো।
বেশ বলেছেন কবি।
সতত শুভেচ্ছা।
অসাধারণ জয় - পরাজয়ের ভাবনা ।কবিতা পড়ে মুগ্ধ হয়েছি ।শুভেচ্ছা রইলো ।
ওয়াও!
অসাধারণ! অনন্য!
খুবই চমৎকার হয়েছে।
অভিনন্দন! অনেক অভিনন্দন!
পরিশীলিত ভাবনা| দ্বিধাহীন প্রকাশ|
কবিতা ভালই লাগল...||
অসাধারণ অনুধাবন করার ক্ষমতা আপনার।
কখন, কীই-বা ঘটে ...
অপেক্ষার প্রহর !
অপূর্ব জয়-পরাজয়! কবিকে সালাম ও শুভকামনা নিরন্তর।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.