এতদ্বারা সকলের অবগতির নিমিত্তে ঘোষনা করা হচ্ছে যে -
বাংলাদেশ হারিয়েছে তার স্বাধীনতা-সার্বভৌমত্বের অহংকার
গোয়ালের গরু, পুকুরের মাছ, গোলার সোনালী ধান
মেঠো পথের ধূলোয় বাউলের গান, খঞ্জনীর মিঠে সুর!


ঘরে-ঘরে নেই আজ ঐক্য-প্রীতি, সাম্যের বন্ধন
নেই মিলন আর মৈত্রীর ঐক্যতান। হারিয়েছে
নকশী কাঁথার মাঠ, রূপসী বাংলার অপরুপা রূপ!


মানচিত্রের পাণ্ডুলিপি ছিঁড়ে ওই
গঙ্গার প্লাবনে ভেসে যায় সীমান্তের সন্ধান
পদ্মার প্রমত্ত ঢেউ, যমুনার জল -
ভেসে যায় মায়ের পবিত্র কোরআন, ঘরের জায়নামাজ।
দেখ, অভিশপ্ত অন্ধকারের প্রেতিনী এক
স্বজাত পিতার রক্তাক্ত সফেদ জোব্বা-টুপি আর
ছিন্ন তাসবিহ্ হাতে ভেসে চলে মা-গঙ্গার প্রমোদ বিহারে…!


বাংলার বাতাসে নেই আজ পাখিদের গান
বাঁশরীর সুর, আযানের ধ্বনি, চামেলির ঘ্রাণ।
নেই সেই পতাকার পতপত - হায়!  কোথায় যে হারিয়েছে
উদাসী বাতাস, বন্য ঘূর্ণি-বায়?  


কে আছে এমন সুহৃদয় বন্ধুপ্রবর?
কে দেবে ফিরিয়ে বাংলার হৃত গৌরব
হারানো অতীত, সাম্যের সন্ধান?
কে সে? আমি তাঁকে দেব রাজ্যের ময়ুরপঙ্খী সিংহাসন
অথবা কাব্যের এই অমূল্য রতন!!