এক পাষাণীর হাতেই আমি তুলে দিয়েছিলাম এই অন্তর,
সেই একটি ভুলের মাসুল আজও দিয়ে যাই যুগ-যুগান্তর ||


অবুঝ মনের সবুজ প্রেম বাঁধলে বাসা অন্তরে,
আমি অন্ধ প্রেমে মুগ্ধ হলাম তার নিটোল রূপের বাহারে!--(২)
থাক-না মনি সাপের মাথায়, সেত' বড় ভয়ঙ্কর ||


অচিন মনের পাই নি খবর - মিথ্যে প্রেমের নষ্টামি,
সে-যে বন্ধু সেজে ভেঙে দিল আমার সাধের জীবনখানি--(২)
জোছনা-মাখা চাঁদের গায়ে কষ্ট আছে কলঙ্ক'র ||