১.
আসি আসি করে, দেখো--
শীত তো এসেই গেলো!
উষ্ণ লেপের ভেতরে
তোমাকে পাবো কী, বলো?


২.
শীতবালা! ধরো--
তোমাকে পেলামই এই শীতে,
নাতিশীতোষ্ণের ওমে নির্ভাজ হবে কী?
না-কী, অহেতুক কাঁপাকাঁপি ঠাণ্ডা রাতে?


৩.
শীত মানে শৈত্যের প্রবাহ,
ঘুম-চোখে শুয়ে থাকা তুমি-আমি এক দেহ।


২৪/১০/২০১৭