ভালোবাসি এক কাপ চা,
আমি ভালোবাসি একত্রে বাঁচা,
তোমাদের হৃদয় সমুদ্রের উষ্ণতা ঘিরে।


আমাদের সময়ের শেষে এসে,
পেতে পারি এক কাপ চা,বড্ড বাঁচা
বেঁচে গেছি আজ নিজের মনের কাছে।


নাচতে জানি না,
তাই তো বলি কেন বাঁকা
এ উঠোন,প্রেমের নামে এসিড ছুড়ে
কেমনে পারো রচতে তোমার প্রেমের পাঁচফোড়ন।


কিছু দিনের এই দুনিয়াদারি
বাঁচতে গেলে কি বা লাগে,হুশিয়ারি?
আসবে কবে কান্ডারী বলছি মেরে হাঁক।


যা পেয়েছিস তাই নিয়ে থাক,
এক কাপ চা সঙ্গে যাক,সঙ্গে নিলে
স্বর্গে পাবো,মনের মতো মানুষ তো হবো,
মনের মানুষ মনে রবে চায়ের সাথে কথা হবে।


চায়ের কথায় চাষের কথা
পড়লো মনে এখন,আগবাড়িয়ে
টগবগিয়ে পড়লো ব্যথায় বাজ ভীষণ।


চায়ের চাষি জ্বলে পুড়ে  
বজ্র পড়ে ঘরে,তোমরা তারে
রক্ষা করো,আমার জীবন তরে।
রক্ষক যখন ভক্ষক হয় রাষ্ট্র পরে ঝরে,
আগবাড়িয়ে মর্মকথা বুঝাব কি করে?