আমি খুব কষ্টে আছি,নীলিমা,
প্রণয়ে পরিণত হয়নি তো সীমা,
অসীম সৌন্দর্যের বিরহ মধুর,
গান শোনে হেসে উঠে সমুদ্দুর।


সাতটি কথায় সুপ্রভাত তো পাইনি,
তাই তো অভিমান একটুও কমেনি,
বরং বেড়েছে হৃদয় গভীর বেদনা যত,
ডাক দিয়ে ফিরছে ভীষণ পুরনো ক্ষত।


অবহেলায় তুমিও ডাক দিও,প্রিয়,
অসীম সৌন্দর্যের ভালোবাসাটুকু নিও,
অবহেলায় কেউ তো ডাকেনি আমারে,
তাইতো আমি ভালোবাসি খুব তোমারে।