ঝাঁঝরা হয়ে যাওয়া বুকের
ভেতর এক বিন্দু রক্ত,
বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, বলে যাও
আমরা কি আর মুক্ত?


পাষাণগুলোর বুক কাঁপে না
হাসে ভীষণ হাসি,
বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু  আমরা
তোঁমায় ভালোবাসি।


তোঁমার কথা শোনলে পরে
জ্বলন ধরে কারো বুকের,
ভাবে না তারা তুঁমিই ছিলে
মানুষটা যে কারো শখের।


তোঁমার ত্যাগ ও মহানুভবতায়
পেলো যারা এই দেশ।
ভাবে না তারা তুঁমি ছিলে মানুষ,
তুঁমিই ছিলে বাংলাদেশ।