তোমাকে আমি কখনো বলবো না ভালোবাসি, পৃথিবীর আকাশের চাঁদের চোখ তোমার দিকে,তোমার অস্থিমজ্জায় রোপিত হচ্ছে আলো।শেয়ালগুলো ডাকছে,তুমি কার দিকে তাকিয়ে ছিলে একনিষ্ঠ?সেটা কি তোমার অভিনয় ছিল,
হে সম্পাদিত সুন্দরী, তুমি ও তোমার ছবি আকাশ-পাতাল আমার কাছে।
তোমার ভালোবাসা কখনোই চাই নি আমি,শুধু বন্ধুত্বের আহ্বান ছিল সেটা,
একটু একাকিত্বের বন্ধন ছিল সেটা।
আমি কি হুমায়ুন আহমেদের কথা বিশ্বাস করি বলো,"ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে।হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।"
জানো, আমার সাইকোলজিতে এমনটা যায় না,পৃথিবীর সব সৌন্দর্য চোখে পড়ে না আমার।হে সম্পাদিত সুন্দরী, জানি কামারের দোকানে গীতা পাঠ করে কোনো লাভ নেই।তবুও তো মাঝে মাঝে পাঠ করতে হয়।মনের শান্তি তো বড় শান্তি তাই না বন্ধু?