ডুব দিলে,সুকন্যা,
অতল সমুদ্রের ভেতর।
আমি কলম্বাস হয়ে
খুঁজে ফিরি তোমা।


নিরূপমা,
নৈশব্দে নত মুখ নিঃসঙ্গতায় করুণ,
ওখানে নতুন সূর্য,এখানে যে মরণ।
শব্দের ভেতর শব্দ,
স্তব্ধ আকাশ,কোথায় তুমি?
হতপ্রেমে আমি যে প্রেমী,
নতুনত্ব তো তোমার।