চে, তুমি বলেছিলে বাস্তববাদী হও,
তুমি এক পরাজিত মানুষ নও,
অসম্ভব কে যদি দাবি করতে পারো,
সময়ের কাছে হবে সুমহান,মানুষেরও।


সে কথা ব্যক্ত করে
বাস্তববাদী মানুষ সকল,
কতই না অত্যাচার করলো
নিজের মনের উপর,
দূর হয়ে যায় পরিবার,প্রেম,প্রিয়তমা,
বড়ই ক্ষুদ্র লাগে শেষ  জীবনের মহিমা।
তবুও তারুণ্যে ভরপুর হোক মন,
তারুণ্যই জীবন,জীবন দর্শন।