আমপাতার বামপাশে
পড়ে থাকা পিঁপড়ের চোখে
আজ আমি আকাশটাকে দেখি।


আমার হৃদয়টিও সেই থেঁতলে যাওয়া
পিঁপড়ের দেহের মতাে ভাঙাচোরা,
বৃষ্টির জলে ধােয়ে যায় চুনকাম করা
ঘরটির প্রতিটি কোণা।


সেই পিঁপড়েও ভেসে যায়,
আমার আর আকাশ দেখা হয় না,
মানুষের চোখে আজ আকাশটাকে
দেখতে হয়,
একসময়
ঐ মানুষটিও মাটিতে মিশে যায়,
আমি আত্মা হয়ে আত্মার চোখ দিয়ে
জগৎটাকে দেখি,
আত্মার চোখে পৃথিবী কি বিশাল?